পৌর নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/07/photo-1446881774.jpg)
আসছে পৌরসভা নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলকে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হবে না। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর সিদ্ধান্ত জানানো হবে।
urgentPhoto
৭ নভেম্বর উপলক্ষে আজ শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মওদুদ আহমেদ এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘পৌরসভা নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। এটা বেগম খালেদা জিয়া ফিরে আসার পর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’
৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। সকালে হাজারো নেতা-কর্মীকে নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শ্রদ্ধা জানায় দলের সহযোগী সংগঠনগুলোও।
ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, দেশে বর্তমানে নিয়ন্ত্রিত রাজনীতি ও গণতন্ত্র চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করা হবে বলেও জানান মওদুদ। দলীয় প্রতীকে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলেও এসময় ইঙ্গিত দেন তিনি।