লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর ছয় বছরের কারাদণ্ড
লক্ষ্মীপুরে মাইন উদ্দিন শিব্বির নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।
সাজাপ্রাপ্ত শিব্বির লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ অক্টোবর পৌরসভার সমর উদ্দিন হাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পুলিশের মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে শিব্বিরের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।