নীলফামারীতে গৃহবধূর লাশ উদ্ধার
নীলফামারীর ডিমলায় রোজিনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী কান্দাপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রোজিনা ওই গ্রামের রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানের জননী।
এলাকাবাসী জানায়, স্বামীর সঙ্গে বাদানুবাদের পর গতকাল রোববার সকালে রোজিনা তাঁর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। একসময় পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় তাঁরা দরজা ভেঙে রোজিনাকে গলায় শাড়ি পেঁচানো, ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এর পর পরিবারের সদস্যরা এলাকাবাসীর সহায়তায় রোজিনাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে দিনমজুর রফিকুলের সঙ্গে চার বছর আগে পারভিন আক্তারের বিয়ে হয়েছিল। তাঁদের একটি মেয়ে আছে। পারিবারিক কলহের কারণে পারভিন রফিকুলের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে অন্যত্র বিয়ে করে মেয়ে রুমানাকে (৩) রফিকুলের কাছে রেখে যায়। পরে একই ইউনিয়নের নাউতারা গ্রামের তৈয়ব আলীর মেয়ে রোজিনা আক্তারকে বিয়ে করে রফিকুল। বিয়ের পর রফিকুলের প্রথম স্ত্রীর মেয়ের ঠিকমতো দেখাশোনা করত না, খেতে দিত না রোজিনা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।
গত শনিবার রাতে রোজিনা রুমানাকে ভাত খেতে না দিয়ে উপোস রাখে। রোববার সকালে রুমানা কান্নাকাটি করে বাবার কাছে বিষয়টি জানায়। রফিকুল তাঁর স্ত্রীকে গালমন্দ করে মেয়েকে খাবার দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে রোজিনা রাগ করে ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান ঘটনাটি অবগত আছেন বলে জানান।

মোস্তফা আবিদ, নীলফামারী