কুড়িগ্রামে মাইক্রোবাস চালক কল্যাণ সমিতির সড়ক অবরোধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/09/photo-1447030605.jpg)
কুড়িগ্রামে মাইক্রোবাস পোড়ানোর মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে কুড়িগ্রামের কার ও মাইক্রোবাস চালক কল্যাণ সমিতি।
রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার জিরো পয়েন্ট শাপলা চত্বরে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-চিলমারী ও কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে গাড়ি দিয়ে সৃষ্ট অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলার কার ও মাইক্রোবাস চালক কল্যাণ সমিতির সভাপতি আফজাল হোসেন, সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, নুরুল আমিন মিলন, সুমন আহমেদ প্রমুখ।
পরে পুলিশ এসে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সাত দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। সড়ক অবরোধ চলাকালে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গত ৫ নভেম্বর রাতে উলিপুরের আনন্দবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা ঢাকা মেট্রো-চ-১৫-৫৫-৯৮ নম্বর মাইক্রোবাসটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় উলিপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে গাড়ি পোড়ানোর মামলা দায়ের করেন গাড়ির মালিক জোবাইদুল ইসলাম সুইট। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের এখনো ধরতে পারেনি পুলিশ।