বাসের ধাক্কায় প্রাণ গেল জেএসসি পরীক্ষার্থীর
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের যাত্রীবাহী বাসের ধাক্কায় রিফাত (১৩) নামের এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুচিয়ামোড়া সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী। সে রাজানগর হাই স্কুলের ছাত্র। পরীক্ষাকেন্দ্র কচিয়ামারা হাই স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় ২০টি যাত্রীবাহী বাস ভাঙচুর করে এবং এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান জানান, সকালে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় চিয়ামোড়া এলাকায় রিফাতকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এর পর উল্টে যাওয়া ওই রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিফাত রাজানগর টেগুরিয়া গ্রামের রিপন আহম্মেদের ছেলে। নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি। রিফাতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।