ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ
বান্দরবানে কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আবুল কালামের বিরুদ্ধে প্রায় কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। ব্যাংকের টিটির কোটি টাকা নিয়ে এ ব্যাংক কর্মকর্তা উধাও হয়ে গেছেন। সোমবার জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।
ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যবস্থাপক আবুল কালামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে ব্যাংকের একটি বিশেষ দল সাম্প্রতি বান্দরবান আসেন। দলের সদস্যরা শাখার নথিপত্র যাচাই-বাছাই করে দেখেন। এ সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। অনিয়ম ঠেকাতে প্রাথমিকভাবে ব্যাংক কর্মকর্তা আবুল কালামকে রাঙামাটি জেলায় বদলি করা হয়েছিল। কিন্তু রাঙামাটিতে তিনি এখনো যোগদান করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কৃষি ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা আশরাফুল আলম এনটিভি অনলাইনকে জানান, কৃষি ব্যাংকের অডিট টিমের সদস্যরা নথিপত্র তল্লাশির সময় জালিয়াতির বিষয়টির প্রমাণ পান। তবে তদন্ত প্রতিবেদন এখনো আমার হাতে আসেনি। ফলে টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল কালাম বর্তমানে কোথায় আছেন তাও জানা নেই। ব্যাংকের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, ব্যাংকের টাকা জালিয়াতি সর্ম্পকিত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।