মুন্সীগঞ্জে বয়লার বিস্ফোরণে একজন নিহত, আহত ১০
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় শাওবান ফিশিং নেট নামে একটি বয়লারে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে নিহত ব্যক্তি হলেন মুক্তারপুর গ্রামের সজীব। তিনি ওই বয়লারের অপারেটর ছিলেন।
urgentPhoto
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মোক্তারবাড়ীসংলগ্ন ঘোসাইবাড়ী গ্রামের সহোদর দেলোয়ার ও আমান এবং একই গ্রামের ইউসুফ ও মরিয়ম।
ওই চারজনকে প্রাথমিকভাবে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তবে কোন দুজনকে ঢাকায় আনা হয়েছে, তা জানা যায়নি। আহত বাকিদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মোক্তারপুরের ওই বয়লারে কারেন্ট জাল ইস্ত্রি করা হতো। গতকাল রাতে আকস্মিক বিস্ফোরণে বয়লারে থাকা দুই টনের যন্ত্রটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বয়লারের কোনো কোনো যন্ত্রাংশ ৫০০ মিটার দূরে গিয়েও পড়ে। এতে মোক্তারপুর গ্রামের কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়। বয়লারটি মোক্তারসংলগ্ন ঘোসাইবাড়ী গ্রামে হওয়ায় এর যন্ত্রাংশ সেখানে গিয়েও পড়ে। এতে কয়েকজন আহত হন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই বিস্ফোরণে কমপক্ষে ১০টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের তার জ্বলে গিয়ে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম জানান, গতকাল গভীর রাতে বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই অপারেটর সজীবের মৃত্যু হয়। রাতে পুলিশকে না জানিয়ে তাঁর লাশ তড়িঘড়ি করে দাফন করা হয়েছে।