বোয়ালমারীতে ১২ ব্যবসায়ীকে জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447154221.jpg)
অবৈধভাবে রাস্তা দখল করে মালামাল রাখা এবং আয়োডিনবিহীন লবণ বিক্রির দায়ে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদর বাজারের ১২ দোকানমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুজ্জামান এ জরিমানা করেন।
এ বিষয়ে জানতে চাইলে খায়রুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে ১২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাঁদের মধ্যে রাস্তায় অবৈধভাবে মালামাল রাখায় সাত দোকানমালিককে ১১ হাজার ৪০ টাকা জরিমানা করা হয়। আর খোলাবাজারে আয়োডিনবিহীন লবণ বিক্রির দায়ে পাঁচ মুদি দোকানিকে সাড়ে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর প্রকাশ্যে ধূমপান করায় একজনকে ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
খায়রুজ্জামান আরো বলেন, অভিযানের সময় আয়োডিনবিহীন আনুমানিক ২০ কেজি লবণ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) জেলা প্রমোশন অফিসার মো. মেরাজ উদ্দিন।