জামালপুরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
ওভারহোলিং কাজের জন্য জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানা সূত্র জানিয়েছে, কারখানার বিভিন্ন সেকশনে মেরামত কাজের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।
মেরামত শেষে কারখানায় পুনরায় উৎপাদনে যেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।