মেহেরপুরে যুবক গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধারের দাবি
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে নিজ বাড়ি থেকে কালু মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর কালুর শোবার ঘর থেকে দেশে তৈরি একটি এলজি শাটারগান, একটি গুলি ও মোবাইল অপারেটর বাংলালিংকের ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আশরাফপুর গ্রামের একটি ইটভাটায় দুর্বৃত্তদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছিল। অভিযানে কেউ গ্রেপ্তার না হলেও বৈঠককারীদের বিষয়ে নিশ্চিত হতে কাজ করছিল পুলিশ। সন্দেহভাজন হিসেবে গত রাতে কালুর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। ওই সময় অস্ত্রসহ কালুকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, কালু মিয়ার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।