উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দিল জাতিসংঘ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/01/photo-1425210321.jpg)
বাংলাদেশের জাতীয় উন্নয়নে জাতিসংঘের সংস্থাগুলো প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স। আজ রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তির সূত্রে আজ এ খবর দিয়েছে বার্তাসংস্থা ইউএনবি। ওয়াটকিন্স বাংলাদেশে জাতিসংঘের সাবেক আবাসিক সমন্বয়ক নিল ওয়াকারের স্থলাভিষিক্ত হলেন।
পরিচয়পত্র পেশ করার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় ওয়াটকিন্স জোর দিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়নে জাতিসংঘের সংস্থাগুলো প্রতিশ্রুতিবদ্ধ
রবার্ট ওয়াটকিন্স, ২০১৫ সাল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের সর্বশেষ বছর। তাই চলতি বছরে বাংলাদেশের অনেক লক্ষ্য অর্জন করার আছে। তিনি বাংলাদেশে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছেন এবং সরকারের সাথে জাতিসংঘের অংশীদারি বজায় রাখতে কাজ করে যাবেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।