বান্দরবানে ৪০০ ইয়াবাসহ আটক ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/11/photo-1447264471.jpg)
বান্দরবানে ৪০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক নূর মোহাম্মদ (২৬) একজন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। আজ বুধবার জেলা সদরের রাজবিলা ইউনিয়নের মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নূর মোহাম্মদকে আটক করেছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় চায়ের দোকান থেকে নূর মোহাম্মদকে (২৬) আটক করা হয়। নূর মোহাম্মদের কাছ থেকে ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক নূর মোহাম্মদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।
পুলিশ আরো জানায়, ইয়াবা বড়িগুলো বান্দরবানে বিক্রির জন্য চট্টগ্রাম থেকে আনা হচ্ছিল। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্র আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বান্দরবানে মাদক ব্যবসা চালাচ্ছে। রাজবিলায় একটি চায়ের দোকানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করা হচ্ছে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।