বগুড়ায় ভোট না পেলেও উন্নয়ন করেছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বগুড়ার মানুষ কখনো আওয়ামী লীগকে খুব বেশি ভোট না দিলেও এ অঞ্চলের উন্নয়ন থেমে ছিল না।
আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। জনসভায় এখনো বক্তব্য রাখছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে বগুড়ায় কখনো নৌকায় ভোট পাইনি, তার পরও আওয়ামী লীগ কাউকে অবহেলা করে না। সকলের জন্য কাজ করেছে।’
এ সময় বগুড়ার জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়, মার্শাল ল জারি করা হয়। এই রাজধানীতে প্রতি রাতে কারফিউ ছিল। '৮৬ সাল পর্যন্ত এটা চলেছে। মানুষের স্বাধীনভাবে চলার সুযোগ ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধারা অসহায় জীবনযাপন করতে শুরু করে। ২১ বছর হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। জিয়াউর রহমান অস্ত্রের মাধ্যম ক্ষমতা দখল করেছে, মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের হত্যা করেছে। হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছে। সে সময় মোট ১৯টা ক্যু হয়েছিল। বহু নেতাকে খুন করে লাশ গুম করা হয়েছিল।’
স্বাধীনতার ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সাধারণ মানুষের উন্নয়নের দিকে নজর দেয় বলে মন্তব্য করেন শেখ হাসিনা। সাধারণ মানুষের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয় বলেও জানান তিনি।
বিস্তারিত আসছে...