বন্দরনগরীতে র্যাডিসন ব্লুর যাত্রা শুরু
দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ‘র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ’। আজ রোববার আধুনিক স্থাপত্যের এ অভিজাত হোটেলটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এস এস খালেদ রোডে ৪ দশমিক ১৮ একর জায়গাজুড়ে এ হোটেল নির্মাণ করা হয়। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম ক্লাব ও সার্কিট হাউসের মধ্যবর্তী স্থানে র্যাডিসনের আলো আজ থেকে জ্বলে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একাধিক মন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও সাবেক কয়েকজন সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
২২ তলাবিশিষ্ট এ হোটেলে আছে ২৪১টি সুসজ্জিত কক্ষ। এর মধ্যে ২২২টি বেশ উন্নত (সুপিরিয়র) কক্ষ। বিশেষ স্যুটে রয়েছে আলাদা সুইমিং পুল। পুরো হোটেলের ছাদে রয়েছে আরো একটি বিশাল সুইমিং পুল। গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিভিআইপিদের জন্য আছে প্রেসিডেনসিয়াল স্যুট ও রয়েল স্যুট। হোটেলের ভবন থেকে উপভোগ করা যাবে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য।
‘র্যাডিসন ব্লু’-তে আছে আন্তর্জাতিক মানের তিনটি রেস্তোরাঁ, তৃতীয় তলায় থাকবে ফরাসি রেস্তোরাঁ। পঞ্চম তলায় থাকবে প্রাচ্য (ওরিয়েন্টাল) ও দেশীয় খাবার। এ ছাড়া রয়েছে আলাদা মিলনায়তন। প্রায় দেড় হাজার অতিথির জন্য আছে দুটি বলরুম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের গুরুত্ব দিয়ে মেজবান নামে একটি হলের নাম করণ করা হয়েছে।
‘র্যাডিসন ব্লু’ চিটাগাং হোটেলে আবাসিক কক্ষ করা হয়েছে অষ্টম তলা থেকে ২২ তলা পর্যন্ত। এ ছাড়া কেনাকাটার জন্য আছে শপিং জোন, বার, স্পা, জিম, পার্লার ও হেলথ ক্লাব।
সেনা হোটেল ডেভেলপমেন্ট লি. হোটেলটি নির্মাণ করে। আন্তর্জাতিক হোটেল ও রিসোর্ট ব্যবসাপ্রতিষ্ঠান কার্লসন ও ডেনমার্কের রেজিডর হোটেল গ্রুপের প্রতিষ্ঠান দ্য কালর্সন রেজিডর হোটেল গ্রুপের র্যাডিসন ব্লু নামে বিশ্বে আরো ২৩০টি হোটেল রয়েছে।
স্বাধীনতার মাসের প্রথম দিনে হোটেলটি উদ্বোধন করা হলেও বাণিজ্যিকভাবে কাজ শুরু হবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে।