লক্ষ্মীপুরে বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব
‘এসো বন্ধু মিলিত হই, যুক্তির এ মহামিলনে’ স্লোগানে লক্ষ্মীপুরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব। আজ শনিবার দিনব্যাপী জেলা টাউন হল মিলনায়তনে লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল-কলেজের বিতার্কিক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান মাজেদ আজাদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম তপন, বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মাসুদুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফ, সময় টেলিভিশন ও কালের কণ্ঠের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সনাতনী, সংসদীয় ও আঞ্চলিক বিতর্কে মেতে ওঠেন বিতার্কিকরা। এর আগে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।