ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার চুরমার, মামা-ভাগ্নে নিহত
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের কাছে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাবনা সদর শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে বেল্লাল হোসেন (৩২) ও তাঁর ভাগ্নে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সাইফুল ইসলাম খন্দকারের ছেলে গোলাম রাব্বী নীল (২৪)। তাঁরা দুজনেই প্রাইভেটকার আরোহী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে একটি ট্রাক উত্তরবঙ্গে যাচ্ছিল। অপর দিকে একটি প্রাইভেটকার উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছিল। আজ দুপুর সোয়া ১২টার দিকে ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে পৌঁছালে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
ওসি আরো জানান, এ ঘটনায় প্রাইভেটকারের আরোহী গোলাম রব্বানী ও তাঁর মামা ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে দুর্ঘটনার পর এই মহাসড়ক দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে দুর্ঘটনার এক ঘণ্টা পর এ মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।