খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপে মাচ্চর ইউনিয়ন জয়ী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/13/photo-1447433463.jpg)
ফরিদপুরে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি হাতে মাচ্চর ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা। ছবি : এনটিভি
ফরিদপুরে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় মাচ্চর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় মাচ্চর একাদশ প্রতিপক্ষ অম্বিকাপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আবদুর রহমান উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ হওয়া দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আজকের ফাইনাল খেলায় অর্ধ লক্ষাধিক দর্শক খেলা উপভোগ করেন স্টেডিয়ামে।
এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। মোট চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলা শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো।