মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের
বিজয় দিবসের আগেই পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন
আগামী বিজয় দিবসের আগেই পদ্মা বহুমুখী সেতুর মূল কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ের মাসকে ঘিরে আমাদের বিজয় দিবসের আগেই বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার, প্রতীক্ষার, প্রত্যাশার পদ্মা বহুমুখী সেতুর মূল কাজের উদ্বোধন করবেন।’
এ পর্যন্ত পদ্মা সেতুর প্রায় ২৬ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আগামী মাসে মূল সেতুর কাজ শুরু হবে। সবাইকে আমি শুধু এই খবরটি দিতে এসেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিজয় দিবসের আগেই তিনি পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করবেন।’