মেঘনার তীর রক্ষাবাঁধ নির্মাণের দাবিতে রামগতিতে মানববন্ধন
মেঘনা নদীর ভাঙনরোধে তীর রক্ষাবাঁধ নির্মাণের দাবিতে লক্ষ্মীপুরের রামগতিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। শনিবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন বালুরচর মঞ্চের ব্যানারে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামে নদীরপাড়ে এ মানববন্ধন করা হয়।
এ ছাড়া আল্লাহর নৈকট্য কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়। এতে কয়েক হাজার নদী ভাঙনকবলিত মানুষ অংশ নেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক মাহবুবুর রহমান রিপন, আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার ও ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
বক্তারা বলেন, কয়েক বছরে নদীর অব্যাহত ভাঙনে হাজারো পরিবার ভিটেমাটি হারিয়েছে। নিঃস্ব মানুষগুলো এখন মানবেতর জীবনযাপন করছেন। ভাঙনরোধে সরকারকে জরুরি ভিত্তিতে তীর রক্ষাবাঁধ নির্মাণ করতে হবে। না হয় অল্প সময়ের মধ্যে সব স্থাপনা নদীতে বিলীন হয়ে যাবে।