জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভোটার করলে ব্যবস্থা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/15/photo-1447606433.jpg)
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, ‘জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের নাগরিক ছাড়া অন্যকোনো দেশের নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না।’
আজ রোববার বিকেলে বান্দরবানে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আলী এসব কথা বলেন। পাহাড়ে রোহিঙ্গা ইস্যুর প্রশ্নে নির্বাচন কমিশনার এসব কথা তুলে ধরেন।
নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, ‘নির্বাচনী আচরণবিধি পাস হলে আর কোনো বাধা থাকবে না। আগামী সপ্তাহেই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে সংশোধনী আইন পাস না হলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হবে না।’
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আরো বলেন, ‘এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ৪০টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। নিবন্ধনের বাইরে যারা রয়েছে তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে। প্রত্যেক প্রার্থীকে সমান সুযোগ-সুবিধার বিধান রেখে নির্বাচন আচরণবিধির খসড়া তৈরি করা হয়েছে।’
আসন্ন পৌরসভা নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন অফিসার আব্দুল বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুল্লাহ নুরী, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মো. তানজিল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌরসভা মেয়র মো. মোহাম্মদ জাবেদ রেজাসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।