তিন ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার কারণে এই নৌরুটে আজ সোমবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে মাঝ নদীতে আটকা পড়ে দুই হাজারের বেশি যাত্রী নিয়ে আটটি ফেরি। এ ছাড়া ঘাটের দুই পাড়ে অপেক্ষমাণ ছিলেন আরো অনেক যাত্রী।
ঘাটে দায়িত্বরত বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ম্যানেজার আবদুল বাতেন জানান, শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে গত মধ্যরাত থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টার দিক ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে আটটি ফেরিসহ রুটের সব ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৮টার দিকে আবারো ফেরি চলাচল শুরু হয়।
তবে নদীতে এখনো কুয়াশা থাকায় ফেরিগুলো সাবধানতার সঙ্গে চলাচল করছে বলেও জানান আবদুল বাতেন।