এবার ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উত্তেজিত ছাত্র-জনতা ওবায়দুল কাদের বাড়িতে হামলা শুরু করে। সেখনে তারা হামলা-ভাঙচুর করছে। ইতোমধ্যে বাড়িটিতে আগুনও দেওয়া হয়েছে। আগুনে একটি গাড়ি পুড়ে গেছে।
এর আগে শেখ মুজিবের বাড়ি ধানমণ্ডি ৩২ ও শেখ হাসিনার বাসভবন সুধা সদনসহ আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, হাসানাত আব্দুল্লাহ ও মাহবুবুল আলম হানিফসহ বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এক্সকেভেটর দিয়ে ভেঙে দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলে দলে মিছিল নিয়ে তারা জড়ো হন ধানমণ্ডি ৩২ নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রাত ৮টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন বিক্ষোভকারীরা। রাত যত বাড়তে থাকে তত বাড়তে থাকে ভাঙচুরের গতি। এখনো ভাঙচুর চলছে।
ধানমণ্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ভাঙচুর করে আগুন দেওয়া হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সুধা সদন পুরোপুরি খালি ছিল। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তারা বলেন, রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে আগুনের খবর পান তারা।