মানুষ বনে-জঙ্গলে আশ্রয় নিচ্ছে : খন্দকার মাহবুব
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া সারা দেশে গণগ্রেপ্তার শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে বন-জঙ্গলে আশ্রয় নিচ্ছে। এভাবে চললে ঘরছাড়া মানুষগুলো এক সময় বিদ্রোহী হয়ে উঠবে। তখন দেশে অরাজকতার সৃষ্টি হবে। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, যৌথবাহিনীর বিশেষ অভিযানের নামে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই হাজার-হাজার মানুষ গ্রেপ্তার করে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। এ অবস্থায় দেশ চলতে পারে না। তিনি জানান, পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ১ নভেম্বর থেকে এ পর্যন্ত বিরোধী দলের প্রায় ১২ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
খন্দকার মাহবুব বলেন, বিদ্যমান আইন অনুসরণ না করে ঢালাওভাবে গ্রেপ্তার করায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই গণগ্রেপ্তার মানুষের মৌলিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।
এদিকে, আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, রাজনৈতিক বিরোধী পক্ষকে নিয়ন্ত্রণ করার জন্যই সরকার গণগ্রেপ্তার চালাচ্ছে।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ শওকত আরা দুলালী, সহ-সম্পাদক মাজেদুর রহমান উজ্জ্বল পাটওয়ারী, সদস্য মির্জা আল-মাহমুদ উপস্থিত ছিলেন।