হোসিকুনিও হত্যা : বিপ্লব ও হীরার জামিন নামঞ্জুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/16/photo-1447685555.jpg)
দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হোসিকনিও হত্যা মামলায় গ্রেপ্তার রংপুর মহানগর বিএনপির নেতা রাশেদ উন নবী বিপ্লব ও হোসিকুনিওর সহযোগী হুমায়ুন কবীর হীরার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার এ মামলার সন্দেহভাজন তিন আসামির রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী ১৮ নভেম্বর দিন রেখেছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী আফতাব আহমেদ জানান, আজ সোমবার দুপুরে রংপুরের কাউনিয়া আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলমের আদালতে বিপ্লব ও হীরার জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। পরে আগামী ৩০ নভেম্বর হাজিরার জন্য পরবর্তী তারিখ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে গ্রেপ্তার হোসিকুনিও হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাজিব হাসান ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল ও কাজল চন্দ্র রায়কে আগামী ১৮ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত।
গত ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসিকুনিও। ওই দিনই গ্রেপ্তার করা হয় রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লব ও হোসিকনিওর সহযোগী হুমায়ুন কবীর হীরাকে।
বিপ্লবকে ১০ দিনের রিমান্ডে নিয়ে চারদিন পর রিমান্ড বাতিল করে গত ১০ অক্টোবর কারাগারে পাঠানো হয়। অন্যদিকে হীরাকে তিন দফায় ২৫ দিনের রিমান্ড শেষে গত ২৮ অক্টোবর কারাগারে পাঠান আদালত।