পরীক্ষাকেন্দ্র থেকে ডিমলা উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার
নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার। ছবি : এনটিভি
নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কর্মস্থল ডিমলা নিজপাড়া ফাজিল মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাওলানা আবদুস সাত্তার জানান, তিনি কোনো ওয়ারেন্টভুক্ত আসামি নন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনে রয়েছেন তিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান জানান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউয়ের রায়কে কেন্দ্র করে নাশকতা করতে পারেন এ আশঙ্কায় আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোস্তফা আবিদ, নীলফামারী