বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশুসহ নিহত ৫, আহতদের বেশিরভাগই শিশু
 
রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজনই শিশু। ওই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে রূপনগর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহতদের মধ্যে চার শিশুর নাম পাওয়া গেছে। শিশুরা হলো, রমজান (৮), নূপুর (৭), শাহীন (৯) ও ফারজানা (৬)।
ওসি আবুল কামাল আজাদ বলেন, ‘বিকেল ৪টার দিকে রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর রোডের পূর্ব মাথায় মনিপুর স্কুলের পাশে ঘটনাটি ঘটে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই চারজন মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মৃত্যৃ বরণ করেন।’
এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাসেল এনটিভি অনলাইনকে বলেন, নিহতদের মধ্যে চারজন শিশু আছে। ১০ জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এদের ভেতরে মিরাজ আর ফারুক নামের দুজনের নাম পেয়েছি আমরা। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।’
ওবায়দুর রহমান নামে রূপনগরের এক বাসিন্দার দাবি ওই ঘটনায় ২৭ জন আহত হয়েছে। সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিনিধি জানিয়েছেন বিকেল সোয়া ৫টার মধ্যে আহত ১১ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সাতজনই শিশু। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, আহত ১১ জনের মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর। এরমধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক।

 
                   নিজস্ব প্রতিবেদক
                    নিজস্ব প্রতিবেদক
         
 
 
 
