নদীতে ডুবে সহোদর ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে সহোদর ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চর ভাটিয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, আজ বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে যায় ছয় শিশু। গোসলের একপর্যায়ে ডুবে গিয়ে নিখোঁজ হয় পাঁচ শিশু, অপর শিশু ইয়াসীন সাঁতরে তীরে উঠে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত শিশুরা হলো- চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার সন্তান সহোদর ভাইবোন আবু হাসান (৮) ও মরিয়ম (১২) এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার (৮)। নিখোঁজ শিশুরা হলো পাশের কাজিয়াবাড়ী এলাকার আজাদের মেয়ে কুলসুম (১১) ও একই এলাকার বৈশাখী (১১)। রাত হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান স্থগিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ নদীতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসমাউল আসিফ, জামালপুর