মুজাহিদের রায়ে ফরিদপুরে আনন্দ মিছিল
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায় বহাল রাখায় ফরিদপুরে আনন্দ মিছিল হয়েছে। ছবি : এনটিভি
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায় বহাল রাখায় ফরিদপুরে আনন্দ মিছিল হয়েছে। জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ আনন্দ-মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার দুপুর সোয়া ১২টায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে মিষ্টি বিতরণ করা হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত রায় কার্যকরের দাবি জানান বক্তারা।

সঞ্জিব দাস, ফরিদপুর