বিশ্বমন্দার মধ্যে দেশ এগিয়ে চলেছে : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে, তখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বিদেশিরা এ দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, একসময় সার চাইতে গিয়ে মানুষকে প্রাণ দিতে হয়েছে। আর এখন মানুষের ঘরে ঘরে সার পৌঁছে দিচ্ছে সরকার।
আমির হোসেন আমু আরো বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা এখনো সক্রিয় রয়েছে। যারা এ দেশ চায়নি, তারা আন্দোলনের নামে কথায় কথায় হরতাল ডেকে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে।
দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এই অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন শিল্পমন্ত্রী।
ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।
এর আগে শিল্পমন্ত্রী তারাকান্দি যমুনা সার কারখানা পরিদর্শন করেন।