জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, ভাগ্নে পলাতক
রাজশাহীর তানোর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে খাইরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন খাইরুলের আরো দুই ভাই। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চাপড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম চাপড়া গ্রামের মৃত আরজেদ আলীর ছেলে। আহত নুরুল ইসলাম (৫০) ও সাইদুর রহমানকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে খাইরুল ও সাইদুর আলুর জমিতে আইল বাঁধতে যান। এ সময় ভগ্নিপতি আজিম আলী ও তাঁর ছেলেরা এসে তাঁদের ওপর হামলা করে।
নুরুল ইসলাম আরো জানান, এ সময় ভাগ্নে হাবিবুর রহমান ধারালো হাসুয়া দিয়ে মামা খাইরুলের গলায় কোপ দেয়। এ দৃশ্য দেখে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ভগ্নিপতি ও ভাগ্নেদের হামলার শিকার হন তিনি। তারা লাঠি দিয়ে পিটিয়ে সাইদুর ও নুরুলকে আহত করে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আজিম আলী ও তাঁর ছেলেরা পালিয়ে যায়। এলাকাবাসী তিন ভাইকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শ. ম সাজু, রাজশাহী