মেঘনায় এক কোটি মিটার কারেন্ট জাল জব্ধ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে প্রায় এক কোটি মিটার নতুন কারেন্ট জাল ও বহনকারী ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গজারিয়া ঘাটের কাছে ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের পেটি অফিসার লুৎফর রহমান এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদ ছিল। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আমরা নদীতে অভিযানে নামি। ভোরে কারেন্ট জালসহ ট্রলারটি আটক করি। কিন্তু এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিসের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।