সিফাত হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় হত্যা মামলায় জামিন পাওয়া আসামি সিফাতের শ্বশুর ও শাশুড়িকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ময়নাতদন্তে এটা প্রমাণিত হয়েছে যে সিফাত আত্মহত্যা করেনি বরং তাঁকে খুন করা হয়েছে। অথচ তারপরও প্রধান দুই আসামি সিফাতের শ্বশুর ও শাশুড়িকে জামিন দেওয়া হয়েছে।
এ সময় জামিনের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রধান আসামিদের গ্রেপ্তার ও আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা।
বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিস বিভাগের সভাপতি জুনায়েদ হালিম, রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, ড. মুসতাক আহমেদ, শাতিল সিরাজ প্রমুখ।
গত ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রথমে সিফাত আত্মহত্যা করেছেন বলে তাঁর শশুরবাড়ির লোকজন দাবি করলেও পরে ময়নাতদন্তে হত্যাকাণ্ড প্রমাণিত হয়।

রাবি সংবাদদাতা