বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশ সদস্য গুলিবিদ্ধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/20/photo-1448004510.jpg)
বান্দরবানে ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম সোহেল হোসেন (২৮)। তিনি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কনস্টেবল। এ ঘটনায় আরো এক কনস্টেবল আহত হয়েছেন।urgentPhoto
আজ শুক্রবার ভোররাতে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের ‘আস্তানা’ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, ১০০টি ইয়াবা বড়ি, চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
বান্দরবান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, প্রায় দুই মাস ধরে বুলু বাহিনীর প্রধান মাদকসম্রাট ইলিয়াছ বুলুকে ধরতে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছিল। বৃহস্পতিবার রাতে প্রায় ১০ হাজার ইয়াবা বড়ি বান্দরবান থেকে রাঙ্গুনিয়া নিয়ে যাচ্ছিল তারা। এ খবরের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় বুলু বাহিনীর সঙ্গে পুলিশের দুই দফা বন্দুকযুদ্ধ হয়। সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশের কনস্টেবল সোহেল হোসেন (২৮) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরেক কনস্টেবল মো. কামরুল আহত হন।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে বুলু বাহিনীর প্রধান মাদকসম্রাট ইলিয়াছ বুলু (৪১) এবং তার সহযোগী মো. রুবেলকে (৩৯) আটক করা হয়। দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র-মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বান্দরবান ও রাঙ্গুনিয়া থানায় আটটি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।