ট্রাকের নিচে প্রাইভেটকার, চালক নিহত
মুন্সীগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ভেতরে চলে যাওয়ায় এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়ার পাখি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (৩০) গোপালগঞ্জের আবুল কালাম মোল্লার ছেলে। তিনি ওই প্রাইভেটকারের চালক ছিলেন। তাঁর লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে বাউশিয়া পাখি পয়েন্টে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রাক। পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে প্রাইভেটকারের চালক আমিনুল ঘটনাস্থলেই নিহত হন। আর প্রাইভেটকারে থাকা চার যাত্রী আহত হন।
ওসি আরো জানান, প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।