বাসযোগ্য চট্টগ্রাম গড়তে সম্মেলন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/20/photo-1448018356.jpg)
চট্টগ্রাম ক্লাবে আজ শুক্রবার সকালে নান্দনিক চট্টগ্রাম সম্মেলনের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ, পরিচ্ছন্ন ব্যবস্থার উন্নয়নে আধুনিক ব্যবস্থাসহ বাসযোগ্য নগরী গড়তে চট্টগ্রামে শুরু হয়েছে দুদিনের একটি গবেষণা সম্মেলন।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম ক্লাবে এ সম্মেলনের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। গণমাধ্যম ও গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান নান্দনিক এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সম্মেলনে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু ও তাজুল ইসলাম বক্তব্য দেন।
সম্মেলনে ‘সফলতার গল্প’ শিরোনামে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিচালিত একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয় সম্মেলনের প্রথম দিনে।