সীতাকুণ্ডে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/20/photo-1448038391.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৯টায় উপজেলার এয়াকুবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম এ ঘটনার জন্য জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে দায়ী করেছেন। তিনি বলেন, গত ৫ জানুয়ারির পর থেকে শিবিরসহ অবরোধকারীদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আবুল কাসেম অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তাঁরা আবার জেল থেকে ফিরে এসে এসব হত্যাকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টায় বাড়ি যাওয়ার সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত আবুল কাসেমের গতিরোধ করে উপর্যুপরি কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন আবুল কাসেমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া জানান, গুরুতর অবস্থায় আবুল কাসেমকে মেডিকেল হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাসেম সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতিরও দায়িত্ব পালন করছিলেন। আসন্ন পৌরসভার নির্বাচনে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।