কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার, ভারী যান বন্ধ
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ও এর আশপাশের এলাকায় গত দুইদিনের তুলনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে যান চলাচলেও। কারা ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মী ছাড়া কাউকেই থাকতে দেওয়া হচ্ছে না।urgentPhoto
পুলিশ জানিয়েছে, কারাগারের সামনে এবং আশপাশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারাগারের সামনের রাস্তায় তিন চাকার যান ছাড়া বড় যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছাড়া কারো গাড়িই ওই সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
পাশাপাশি নাশকতা রোধে সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে যাত্রীদের। জোরদার করা হয়েছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাও।
গত ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের বিচারের সব আইনি প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এখন কেবল তাঁরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। এটা না চাইলে বা রাষ্ট্রপতি ক্ষমা না করলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
কারা কর্তৃপক্ষ আরো জানায়, এরই মধ্যে ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন অনুযায়ী বিভিন্ন ধাপগুলো সম্পন্ন করা হবে।