ফরিদপুরে 'সর্বোচ্চ সতর্ক' পুলিশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/21/photo-1448107042.jpg)
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে ফরিদপুরের পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান। তিনি জানান, ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ছাড়া র্যাব ও পুলিশের একাধিক টিম শহরে টহল দিচ্ছে। যেকোনো নাশতকা ঠেকাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পারিবারিকভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এ ব্যাপারে এখনো কিছু জানি না।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শহরের মোড়ে মোড়ে পুলিশি টহল এবং মুজাহিদের গ্রামের বাড়ি পশ্চিম খাবাসপুরসহ সব স্পর্শকাতর জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মুজাহিদের বাড়ি ঘিরে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। শহরের পূর্ব খাবাসপুরে মেইন রোড থেকে মুজাহিদের বাড়ির প্রবেশপথ আবদুল আলী সড়কের মুখে অর্ধশত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।