লৌহজং উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার উপজেলার কনকসার ইউনিয়নের কনকসার গ্রামের একটি বাড়িতে ওই কমিটি ঘোষণা করা হয়।
লৌহজং উপজেলা বিএনপির সভাপতি করা হয়েছে মো. শাজাহান খানকে। হাবিবুর খান চাকলাদার অপুকে সাধারণ সম্পাদক ও বাদল হোসেন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শাজাহান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
বিএনপির নেতা-কর্মীরা জানান, আজ সকাল ১০টা থেকে কনকসার গ্রামের ঢালীবাড়ী মাঠে লৌহজং উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। দুপুর ১টার দিকে কনকসার গ্রামের একটি বাড়িতে ঘরোয়া বৈঠকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের উপস্থিতিতে আংশিক কমিটি গঠন করা হয়।
বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা এনটিভি অনলাইনকে জানান, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘পুলিশ বিএনপির কোনো সম্মেলনে বাধা দেয়নি। তারা নিজেরাই সম্মেলন করেনি। আর আমাদের পুলিশ আশপাশে তো দূরে থাক এই এলাকায় যায়নি।’