চট্টগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/21/photo-1448116373.jpg)
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ ঘিরে চট্টগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।
যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব।
বিজিবির ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমারাত হোসেন জানান, চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নগরীতে ছয় প্লাটুন বিজিবি সদস্য, সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানে দুই প্লাটুন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরো দুই প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভ রাখা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘চট্টগ্রাম শহরের পুরো এলাকায় আমরা নিরাপত্তা জোরদার করেছি। পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, পুরো রাউজান ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সন্ধ্যা থেকে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে। পাশাপাশি র্যাব এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে।
এ ছাড়া চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।
নগর পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নগরের নিরাপত্তায় স্বাভাবিক সময়ে সাধারণত এক হাজার পুলিশ দায়িত্ব পালন করে। বর্তমান পরিস্থিতিতে আরো ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাবের টহলও অব্যাহত আছে।