শেষ দেখা করে বেরিয়েছে মুজাহিদের পরিবারও
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/22/photo-1448132364.jpg)
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়েছেন পরিবারের সদস্যরা।
আজ শনিবার রাত সাড়ে ৯টার কিছু পরে পরিবারের মোট ২৫ সদস্য কারা ফটকে এসে পৌঁছান। পরে রাত পৌনে ১১টার কিছু পরে তারা কারাগারে প্রবেশ করেন। রাত ১২টা ২০ মিনিটের দিকে তাঁরা বের হন।
এদের মধ্যে রয়েছে- মুজাহিদের মন্ত্রী তামান্না ই জাহান, ছেলে আলী আহমেদ মাবরুর, আলী আহমেদ তাহকিক, আলী আহমেদ তাসবিদ, মেয়ে সামিয়া তাসনিন, মুজাহিদের বড় ভাই আলী আফজাল খালেছ, ছোট ভাই আলী আজগর আসলাম প্রমুখ।
এর আগে কারাগারে দেখা করতে যান বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার। পরিবারের ১৮ সদস্য রাত ৯টার দিকে কারা ফটকে পৌঁছান। পরে তাঁরা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন।
এর আগে সন্ধ্যায় সাকা চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবারকে দেখা করার জন্য ডেকে পাঠানো হয়। এটাকেই ‘শেষ দেখা’ বলে মনে করো হচ্ছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।