কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু বেপারীর (৪৫) বাড়ি ওই গ্রামেই। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাচ্চুর বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, আজ ভোরে গ্রামের একটি গ্যারেজ থেকে বাচ্চু একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করছিল। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, বাচ্চুর বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। চুরির করার সময় বাচ্চুকে গণপিটুনি দেওয়া হয়েছিল নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সুপার আশ্বাস দেন।