ডাকাত অভিযোগে জামালপুরে যুবককে পিটিয়ে হত্যা
জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাত অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। আজ রোববার দুপুরে উপজেলার মুন্নিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোকা (৩৫) ওই গ্রামেরই বাসিন্দা।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম এনটিভি অনলাইনকে জানান, খোকার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর থানায় সাতটি মামলা রয়েছে।
গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, খোকার নেতৃত্বে যমুনার চরাঞ্চলে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটত। সম্প্রতি মুন্নিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের ধাওয়া খেয়ে তিনি কিছুদিন পালিয়ে ছিলেন।
আজ আবার ফিরে এলে এলাকাবাসী খোকাকে আটক করে ব্যাপক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি দ্বীন-ই-আলম।