র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ
চট্টগ্রামে নকল সাবান তৈরির একটি বড় কারখানার সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ করা হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ভেজাল সাবান তৈরির ওই কারখানাটি শনাক্ত করে র্যাব।
অভিযানে ডেটল, সলিড, লি-ফোর্ডসহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নামে তৈরি বিপুল পরিমাণ নকল সাবান পাওয়া যায়। এসব সাবান কারখানার মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। প্রথম দেখায় এগুলো আসল মনে হলেও বাস্তবে সবই নকল।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা আজ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরে রাতের বেলায় লোকজন এনে নকল সাবান তৈরির কাজ করা হচ্ছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে এসব পণ্য বাজারজাত করা হচ্ছিল। সাবান তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানাটি সিলগালা করে দেওয়া হবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম