যৌতুক, বাল্যবিবাহ নিরোধে মতবিনিময় সভা
জয়পুরহাটের পাঁচবিবিতে যৌতুক ও বাল্যবিবাহ নিরোধমূলক মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : এনটিভি
জয়পুরহাটের পাঁচবিবিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে যৌতুক ও বাল্যবিবাহ নিরোধমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে পাঁচবিবি উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. দৌলতন নাহার দোলনের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. ফারজানা আক্তার, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট