চট্টগ্রামে গণপরিবহন কমে আসায় যানজট তীব্র
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/23/photo-1448279478.jpg)
চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে আজ সোমবার সকালে চট্টগ্রাম সিটি বাস সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন বিশেষ জরুরি সাধারণ সভার আয়োজন করে। ছবি : এনটিভি
চট্টগ্রামে গণপরিবহনের সংখ্যা কমে আসায় নগরীর যানজট তীব্র আকার ধারণ করছে বলে অভিযোগ করেছেন সিটি বাস সার্ভিস মালিক-শ্রমিকরা।
আজ সোমবার সকালে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় এ অভিযোগ করা হয়। চট্টগ্রাম সিটি বাস সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন বিশেষ জরুরি সাধারণ সভার আয়োজন করে।
সভার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহসভাপতি নুরুল আলম চৌধুরী। অনুষ্ঠানে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম মঞ্জু প্রধান অতিথি ছিলেন। সভায় সিটি বাস মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুল ও সৈয়দ হোসেন বক্তব্য দেন।
সভায় সিটি বাসের ট্যাক্স টোকেনের জরিমানা মওকুফ, বাস মিনিবাসের মালিকানা পরিবর্তন সহজীকরণ ও যানজট নিরসনে ছোটগাড়ির জন্য আলাদা সড়ক চিহ্নিত করার দাবি জানান বক্তারা।