সাবধান, আটকবাণিজ্য কখনোই না : মিজানুর রহমান

বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিকে ‘কাজে’ লাগিয়ে ‘আটকবাণিজ্য’ যেন করা না হয় তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে মাগুরায় ‘সহিংসতা ও মানবাধিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সংকটের কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘যদি ৫ জানুয়ারির নির্বাচনকেন্দ্রিকই হয়ে থাকে এই সমস্যা তাহলে সেই সমস্যা আমাকে কেন মোকাবিলা করতে হবে এক বছর পর? এক বছর আপনারা (বিএনপি) কী করেছিলেন? কেন এক বছর ঘুমিয়ে ছিলেন তাহলে।’
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘সাবধান, যেন কখনোই আটকবাণিজ্য আপনারা (আইনশৃঙ্খলা) না করেন। মনে রাখবেন, সাধারণ মানুষের, নাগরিকদের ধৈর্যের সীমা কিন্তু রয়েছে এবং সেই ধৈর্যচ্যুতি যদি কখনো ঘটে তখন যারা রাজনীতির নামে ব্যভিচারে লিপ্ত, যারা রাজনীতির নামে সন্ত্রাসে লিপ্ত, যারা রাজনীতির নামে জঙ্গিবাদে লিপ্ত, সাধারণ মানুষের রোষানলে তখন সেই রাজনীতির তখতে-তাউশ ছিন্নভিন্ন ভস্মীভূত হয়ে যেতে সময় লাগবে না। ঠিক তেমনিভাবে যারা নিরীহ সাধারণ মানুষকে নির্যাতন করেন তারাও কিন্তু রেহাই পাবেন না।’
স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন পার্টনার ইন ডেভেলপমেন্ট (পিআইডি) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরা শাখার সভাপতি মো. আকিদুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক কালা চাঁদ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সকাল ১০টার দিকে হঠাৎ করেই মাগুরা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের নিম্নমানের স্বাস্থ্যসেবা এবং কর্তৃপক্ষের দায়িত্ব-কর্তব্য নিয়ে হতাশা ব্যক্ত করেন।