বান্দরবানে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/24/photo-1448306184.jpg)
বান্দরবান সদর উপজেলায় সোমবার পুলিশের অভিযানে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
বান্দরবান সদর উপজেলায় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের লম্বাঘোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন কক্সবাজারের টেকনাফের দমদমিয়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৩৮) ও আবু তাহের (২৮)। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, আটকরা টেকনাফ থেকে ইয়াবা বিক্রির জন্য বান্দরবান নিয়ে আসছিল। অনেক দিন ধরেই তাঁরা এ কাজ করছিল। এ সময় দুজনের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। চক্রের অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।