ছিটবাসীর বিদায় দেখতে এসে প্রাণ গেল বৃদ্ধার
বিলুপ্ত ছিটমহলবাসীর ভারত গমন দেখতে এসে নীলফামারীর ডোমার উপজেলায় এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো এক শিশু। সোমবার দুপুরে উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ষাটোর্ধ্ব কোহিনূর বেগম সীমান্ত এলাকার পাশের বিওপি বাজার (প্রামাণিকপাড়া) গ্রামের মৃত বুদারু মাহমুদের স্ত্রী। তাঁর আহত নাতনি সুরাইয়া বেগমকে (৮) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, চারটি বাস ও সাতটি ট্রাকে করে বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা চিলাহাটি সীমান্ত দিয়ে ভারত যাচ্ছিলেন। এসব দেখতে শত শত মানুষ সেখানে ছুটে আসেন।
কোহিনূর বেগমও নাতিকে নিয়ে ভ্যানে করে সেখানে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোহিনূর বেগম মারা যান।

মো. মোস্তফা আবিদ, নীলফামারী