মুন্সীগঞ্জে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তিন দোকান এলাকার মাইজপাড়া কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান।
মাইজপাড়া কালীমন্দিরের সভাপতি দুলাল মণ্ডল বলেন, ‘আমরা এখানে গত পাঁচ বছর এই প্রতিমা দিয়ে পূজা করে আসছি। রাতে মন্দির ছেড়ে যাওয়ার সময়ও সব ঠিক ছিল। সকালে পরিচ্ছন্নতাকর্মীরা মন্দির পরিষ্কার করতে গিয়ে পাঁচটি প্রতিমা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।’
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, রাতে যেকোনো সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থলে গেছে। কখন, কারা এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি খুঁটিয়ে দেখা হয়েছে। দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।